কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরী এবং চকরিয়া-পেকুয়া আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এ্যাডভোকেট হাসিনা আহমদের বিরুদ্ধে আবদুর রহমান বদির দেয়া কুরুচি ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ও টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ এলএলবি সহ বিএনপি প্রার্থী এবং টেকনাফ উপজেলা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সভা করেছে প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি সৌদিআরব শাখা।
৬ ডিসেম্বর মক্কার কাকিয়ায় স্থানীয় একটি হোটেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিলকি ও সাংগঠনিক সম্পাদক কাসেম আহমদ হারুনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার হেলাল।
প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মক্কা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, মো: কামাল হোসাইন, নুরুল ইসলাম বড় ভাই, জুনায়েদুর রহমান, আবদুল করিম ভূট্টো, আবুল বশর প্রমুখ।
বক্তব্য দেন, মোসতাক আহমদ, জাহাংগীর আলম, মহিউদ্দিন চৌধুরী, ছৈয়দুল হক, আতাউর রহমান, মমতাজ আহমদ, কামাল উদ্দিন রনি, এইচ,এম ওসমান, হানিফ হেলালী, নুর হোসেন খন্দকার সহ অনেকে। বক্তারা, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৩০ ডিসেম্বর সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।