খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: সৌদি আরবের মক্কায় মোহাম্মদ আরফাত হোসাইন আবির (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে মক্কার স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এ তরুণ প্রবাসী আরফাত হোসাইন আরবি। এক বছর আগেই নিজ ও পরিবারের পরিবর্তন জন্য সৌদিআরবে আসেন। তিনি গত ৬-বছর আগে বাবা’কে হারিয়েছেন।
জানা গেছে, নিহত আরফাত হোসাইন আরবির বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আধুনগর-চুনতি হাজীর রাস্তা মাথা নামক এলাকার সিকদার পাড়া। গত ২৮-অক্টোবর রাতে সৌদি আরব মক্কা নগরীর কিং আব্দুল আজিজ হাসপাতালে দীর্ঘ ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এ তরুণ রেমিটেন্স যোদ্ধা।