কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিঅারবের মক্কায় নানা অায়োজনের মধ্য দিয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অালোচনা সভার অায়োজন করে মক্কা এনটিভি দর্শক ফোরাম।
শনিবার মক্কার নগরীর স্থানীয় একটি হোটেলে মক্কা এনটিভি দর্শক ফোরামের সভাপতি এইচ, এম, পারভেজ মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অাবুল কালাম অাজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মক্কা এনটিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা রফিক অাহমেদ। বিশেষ অতিথি ছিলেন জহির অাহমেদ, মোজাম্মেল হোসেন মিলন, এম ওয়াই অালা উদ্দিন, নজরুল ইসলাম মজুমদার।
বক্তব্য দেন শাহ অালম ডিস্কু, শাহাদাৎ হাছান, সাজিদুল ইসলাম, সেলিম উল্লাহ্, খলিল চৌধুরী, কাসেম হারুন, অালা উদ্দিন রনি, মাহ্দি পারভেজ ও এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি সহ অন্যান্যরা।
বক্তারা এনটিভির বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য এনটিভির চেয়ারম্যান অালহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক অালী সহ এনটিভি পরিবারের সকলকে ধন্যবাদ জানান। প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভিকে মক্কা এনটিভি দর্শক ফোরামের পক্ষ থেকে সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া হয়। অালোচনা সভা শেষে এনটিভি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অাগত অতিথিরা । এতে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশি সহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।