খলিল চৌধুরী, সৌদিআরব থেকে: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের মক্কা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা মধ্যেদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মক্কা মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঞ্চলনায় নগরীর একটি হোটেলে এ অনুষ্ঠান পালিত হয়।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন মহি উদ্দিন হেলালী, নুরুল আমিন, জাবের মিয়া, নুরুল কবির, আজিজুল হক রানা, আইয়ুব আলী ও সামশুল হক প্রমুখ।
আলোচনা সভায় ব্যাপক উৎস-উদযাপনে মক্কা নগর আওয়ামী যুবলীগের আওতাধীন বিভিন্ন শাখার নেতাকর্মী উপস্তিতিতে ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়। এ সময় বক্তরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।