কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় পবিত্র উমরাহ পালনে আসা চট্টগ্রাম- ১৬ আসন বাঁশখালীর নব নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নেতা কর্মীরা।
১৫ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সৌদিআরবের মক্কার মিসফালায় স্থানীয় একটি হোটেলে এ সময় উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি হাজী সেলিম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, মজিবুর রহমান, আবদুল জলিল, আবদুল মতিন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের প্রচারও প্রকাশনা সম্পাদক মোঃ সোলায়মান ও বাঁশখালী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জসিম উদ্দিন সহ অনেকে।
মতবিনিময় সভায় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের এই অভিযাত্রায় দেশের কল্যাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে কাজ করার আহবান জানান। শেষে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে মক্কা বঙ্গবন্ধ স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।