কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ১৪ ডিসেম্বর ২০১৮ মিসফালাহ আল আমীন হোটেলে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের এমডি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব খলিল চৌধুরী। যুগ্ম আহবায়ক তারেক আজিজ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও যুগ্ম আহবায়ক এনামুল হক, মোহাম্মদ হাফেজ শহীদুল্লাহ শিবলী, শেখ আব্দুল আজিজ, নিবার্হী সদস্য কামাল উদ্দীন, আমজাদ হোসাইন তুষার (মদিনা), মোহাম্মদ আসাদ সিকদার ও শাহাদত হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসে লাখো শহীদদের স্বশ্রদ্ধ সালাম ও আত্বার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে আগামী জানুয়ারীতে সংগঠনের আত্নপ্রকাশ অনুষ্ঠান; গুণিজন সংবর্ধনা ও মিলনমেলা করার সিদ্ধান্ত গৃহিত হয় । সংগঠনকে প্রচার প্রসারে এগিয়ে নিতে ২০১৯ সালের নতুন বছরের ক্যালেন্ডার ছাপানোর সর্বসম্মতিতে প্রস্তাব গৃহিত হয়।