কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে চট্টগ্রাম লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদিআরব। ২৫ ফেব্রুয়ারি দেশটির গার্জায় হোটেল কুমকুমের বলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম-আহবায়ক তারেক আজিজ চৌধুরীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব খলিল চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদিআরব প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন ওমরা পালনে আসা বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনির্বাহী সদস্য লোহাগাড়া কৃতি সন্তান ডাঃ মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি সাজিদুল ইসলাম, এনটিভি ও দৈনিক পূর্বকোণ সৌদি-প্রতিনিধি কামাল পারভেজ অভি, দৈনিক আমাদের চট্টগ্রাম প্রতিনিধি নাজিম উদ্দিন বাবুল, মক্কার ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন, ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরবের সিনিয়র যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম-আহবায়ক লোকমান হাকিম ও যুগ্ম-আহবায়ক শেখ আবদুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতির সদস্য হাফেজ মুহাম্মদ এনামুল হক, দিদারুল আলম চৌধুরী, ইয়াছিন আরফাত, রিদোয়ানুল হক আজিজ, জিয়া উদ্দিন চৌধুরী, জানে আলম, মোঃ-নাজিম উদ্দিন, রাশেদুল আমিন, সামশুল আলম, মোস্তাক আহমদ, আবদুর রহিম, আবদুল লতিফ, আবদুল কুদ্দুস ওয়াহেদুল হোসাইন সুজন ও শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশের অধিকতর উন্নয়ন, বিশ্বে জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলা ভাষা ও সংস্কৃতির যথাযথ চর্চা এবং নিজেদের ঐতিহ্য সমুন্নত রাখতে একজোটে কাজ করার অঙ্গীকার করেন। আলোচনা সভা শেষে ভাষাশহীদ ও সম্প্রতি রাজধানী ঢাকা চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য হাফেজ মুহাম্মদ এনামুল হক।