কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে মক্কা বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ কে গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই মক্কা নগরীর শরাইয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হাবিব উল্লাহ সওদাগরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজ ও রবিউল আলম আমিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পি.জি.আর এর সাবেক ডেপুটি কমান্ডেন্ট ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক এম ওয়াই আলা উদ্দিন।
বক্তব্য দেন রাশেদ লতিফ, এম ওয়াই আলা উদ্দিন, মুহাম্মদ আলমগীর, মফিজুর রহমান, ইব্রাহিম চৌধুরী বিল্লু, নুরুল আবছার লেদু সহ আরো অনেক।
বক্তারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য প্রবাসীরা জোর দাবী জানান। শেষে বাংলাদেশ হজযাত্রীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।