কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে মক্কায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
বৃহস্পতিবার রাত ১২ টায় মক্কার কাকিয়ায় মালাকান কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি হারুন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান রতনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আ:লীগের কার্য নির্বাহী সদস্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু।
প্রধান বক্তা ছিলেন,রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ফজলুল হক, এস এম শিবলী নোমান, ডা.হায়দার হোসেন, হোসেন নাহিদ, নজরুল ইসলাম মজুমদার, হাজি কামাল খান।
বক্তব্য দেন মোজাম্মেল হক খোকন, সফিকুর রহমান, মুজিবুল হক সহ আরো অনেকে। শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।