কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উৎসব পালন করেছে মক্কা বঙ্গবন্ধু পরিষদ। ১২ জানুয়ারি রবিবার সৌদি আরবের মক্কা নগরীর সরাইয়ার একটি কমিউনিটি সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়।
মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেদ্দা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক সারতাজুল আলম দিপু।
বক্তব্য রাখেন জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাঈন উদ্দিন, ডাঃসেলিম, মফিজুর রহমান, ইদ্রীস সওদাগর, ইব্রাহীম চৌধুরী বিল্লু, নুরুল ইসলাম সহ আরো অনেকে।
উপস্থিত ছিলেন হামিদুল হক, আবদুশ শুক্কুর, কপিল উদ্দিন, মোঃহোসেন, জিয়াবুল হক, মোঃ আবদুল্লাহ, শাহাব উদ্দিন মিন্টু, ফজলুল কাদের চৌধুরী, শাহেদুল ইসলাম মিয়াজী।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে। এই দিন স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে সূর্যের মতো চির ভার্স্বর উজ্জল মহান নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন তাঁর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে।
আলোচনা সভা শেষে সাবেক জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।