কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও ফটিকছড়ি প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে মঙ্গলবার মক্কা নগরীর হোটেল জমজমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে প্রচার সম্পাদক নাজিম উদ্দিন বাবুলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওমরাহ পালনে আসা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফটিকছড়ি বিবিরহার বাজার বণিক কল্যান সমিতির সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু। প্রধান বক্তা ছিলেন জাকারিয়া ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কামাল পারভেজ অভি, মোঃ রাসেদ, শাহ পরান, মজিদ, মহসিন মোল্লা, খোরশেদ ইবলু, মোঃ ইউছুফ, জসিম উদ্দিন, মুজিবুর রহমান সহ অনেকে।
প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ফিরে এসেছে, ক্ষুধামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বহুপথ পাড়ি দিয়ে এসেছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতেই প্রতিষ্ঠিত হবে এ বিশ্বাস রেখেই দেশ- বিদেশে সকলকে একসাথে কাজ করতে হবে। এসময় মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নেতা কর্মী ছাড়াও ফটিকছড়ি প্রবাসীরা উপস্থিত ছিলেন।