কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে পবিত্র নগরী মক্কায় পবিত্র হজ পালনে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মতিঝিল ডিভিশনের এডিশনাল ডেপুটি কমিশনার এস এম শিবলী নোমান কে সংর্বধনা দিয়েছে মক্কা বঙ্গবন্ধু পরিষদ জবলে নূর শাখা। ১৮ সেপ্টেম্বর বুধবার মক্কা নগরীর সরাইয়ায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংর্বধনার আয়োজন করা হয়। শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর মূল অনুষ্ঠান শুরু হয়।
মক্কা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের সভাপতি ইব্রাহিম চৌধুরী বিল্লুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর।
বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, রাসেদ লতিফ, মজিবুল হক মুজিব, কায়েস, রাসেদ। উপস্থিত ছিলেন নুরুল আবছার লেদু, আবদুর রহিম, মোহাম্মদ হোসেন, বদিআলম, খায়রুল আমিন, মোহাম্মদ আমিন, সাইদুল ইসলাম, জিয়াবুল হক, মফিজ, রবিউল আমির, ফারুক ও হামিদুল সহ আরো অনেকে।
বক্তারা বলেন, আওয়ামী লীগের সভানেএী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যহৃত রাখতে দেশ-বিদেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেষে সংর্বধিত অতিথি এস এম শিবলী নোমান কে মক্কা বঙ্গবন্ধু পরিষদ ও জবলে নূর শাখার পক্ষ ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মক্কা আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।