কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎবার্ষিকী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় ৩০ মে বৃহস্পতিবার মক্কার সার আল হজে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে সৌদিআরব প্রবাসী কক্সবাজার জেলা শ্রমিক দল।
ইফতার পূর্ব আলোচনা সভায় সৌদিআরব প্রবাসী কক্সবাজার শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওমরাহ পালনে আসা কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সৌদি আরব প্রবাসী কক্সবাজার জেলা শ্রমিকদলের প্রধান উপদেষ্টা এম জহির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল, প্রবাসী শ্রমিকদলের উপদেষ্টা আবদু শুক্কুর, আমান উল্লাহ আমান, হামিদুল হক হামিদ। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোঃ তৈয়ব, সহসভাপতি কামাল উদ্দিন, রেজাউল করিম রাজু, রশিদ আহাম্মদ, মোঃ দিদার, মোঃ হোসাইন, যুগ্মসম্পাদক মোবারক, তৌহিদুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনির, দপ্তর সম্পাদক মনির, প্রবাসী কক্সবাজার জেলা যুবদলের যুগ্মআহবায়ক জাহাঙ্গির আলম, মোঃ ফাহাদ।
প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আন্দোলন ছাড়া কোন উপায় নেই। প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্রের মুক্তির সংগ্রাম সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। এসময় মক্কার শ্রমিক দল ও যুব দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।