খলিল চৌধুরী, সৌদিআরব: লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপির চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৪/১৫ আসনের সাবেক এমপি ও সাবেক যোগাযোগ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কর্ণেল (অবঃ) ড. অলি আহমদ বীর বিক্রম সাথে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব ফুলেল শুভেচ্ছায় সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভায় মিলিত হন।
পবিত্র হেরামের পাশ্বে মক্কা নগরীর জমজম টাওয়ারে ভিআইপি অডিটোরিয়ামে গত ১৩-ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ-কুতুব উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরীর সঞ্চলনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এলডিপি চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৪/১৫- আসনের সাবেক সংসদ আলহাজ্ব কর্ণেল (অবঃ) ড. অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন এলডিপি সৌদিআরব শাখার সভাপতি ইমাম হাসান মনজুর, মক্কা প্রাদেশিক বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ ও ওমরা পালনে আসা চট্টগ্রাম জর্জ কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট এনামুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের সিনিয়র যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম-আহবায়ক মোঃ-লোকমান হাকিম, যুগ্ম-আহবায়ক তারেক আজিজ চৌধুরী ও যুগ্ম-আহবায়ক শেখ আবদুল আজিজ।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাফেজ মুহাম্মদ এনামুল হক, মোঃ নুরুল আমিন, মোঃ আসাদ সিকদার, সালমান মাহমুদ রুবেল, জিয়া উদ্দিন চৌধুরী, রিদোয়ানুল হক আজিজ, মোঃ-নাছির উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম ও মুহাম্মদ রায়হান প্রমুখ।
মতবিনিময় সভায় ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেন, লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশের মানুষ হচ্ছে আমার প্রাণের চেয়ে প্রিয়, তাদেরকে নিয়ে আমার জীবনের সুর্দীঘ ও আগামীর পথচলা তাই পবিত্র মক্কায় ওমরা পালনে এসে লোহাগাড়া প্রবাসী সমিতি নামে এ সংগঠন ঐক্যবদ্ধভাবে আমার সাথে মতবিনিময়ে করছেন এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সংগঠনের প্রশংসা করে তিনি আরো বলেন, লোহাগাড়া উপজেলাবাসী প্রবাসে এসেও সম্মিলিতভাবে আজ ঐক্যবদ্ধ যদি সরকারে থাকতাম প্রবাসীদের কল্যাণে এ সংগঠনের সরকারের যে নিয়মে সহযোগিতা দরকার তা করে যেতাম। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে আমরা.. স্লোগান নিয়ে- পবিত্র ভূমি প্রবাস মাটিতে গঠিত লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব এ সংগঠন-কে ব্যক্তিগতভাবে আমার সাধ্যমত সহযোগিতা করে যাব ইনশায়াল্লাহ।