কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মুজিবুর রহমান নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মুজিবুর রহমান (প্রকাশ মুজিব সওদাগর) চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শইমর পাড়ার বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন ধরে সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাৎক্ষণিক স্বজনরা তাকে মক্কা আল-হেরা হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল, ২০২০ শনিবার দিবাগত রাতে মারা যান তিনি।মুজিবুর মক্কার নগরীর কাকিকা এলাকার ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে লোহাগাড়ার মক্কা প্রবাসী ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।