কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবের পবিত্র ভূমি মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নাজিম উদ্দিন (২৯) নামে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত নাজিম উদ্দিন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের আমতলী দানেশ সিকদার পাড়ার বাসিন্দা। তার বাবার নাম আবদুল মালেক। নিহতের বড় ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ রফিক প্রবাস মেলাকে কে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নাজিম উদ্দিন গত ৫ মে, ২০২০ মক্কার আল হেরা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মে) বিকেল ৫ টায় মারা যান নাজিম উদ্দিন। তিনি দেড় বছর পূর্বে দেশে ছুটিতে গিয়ে বিয়ে করেছিলেন। দেশে ছুটি শেষে ৪ মাস পূর্বে তিনি পূনরায় সৌদিআরবে পাড়ি জমিয়েছেন। তিনি মক্কায় ব্যবসা করতেন। এদিকে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহত নাজিম উদ্দিনের লাশ সেখানেই দাফন করা হবে বলে জানা যায়।