কামাল পারভেজ অভি,মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. শাহিন মিয়া (৩২) নামে আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৬ এপ্রিল, ২০২০ রোববার মক্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহিন মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেন্জাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল কাদির হাসু। খোঁজ নিয়ে জানা যায়, ৭ দিন আগে জ্বর-কাশি নিয়ে মক্কার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন শাহিন। সেখানে করোনায় আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। মক্কা হাসপাতালে শাহিনের অবস্থার অবনতি হলে ২৪ এপ্রিল তাকে আরেকটি উন্নত হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার শাহিনের মৃত্যু হয়। তিনি বিগত ১০ বছর ধরে মক্কায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিকে শাহিনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে তার পরিবার ও আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন।