কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় শ্রমিক দলের উপদেষ্টা নুরুল আজিমের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা প্রাদেশিক শ্রমিক দল।
বৃহস্পতির মক্কার সরাইয়ায় স্থানীয় সময় রাত ১১ টায় শোক সভায় সংগঠনের সভাপতি সালাহ্উদ্দিন ইউছুপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাসেম আহম্মদ হারুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম আযাদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিলকি, সারআল হজ বিএনপির সভাপতি ছৈয়দুল হক, মহিউদ্দিন চৌধুরী, বেলাল উদ্দিন, গোল ইমারা রিয়া যাকের বিএনপির সভাপতি ফজল কাদের, মুজাহেদীন কমিটির সভাপতি শাহ আলম, মক্কা প্রাদেশীক শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোবারক।
বক্তব্য দেন মোস্তফা কামাল, এইচ,এম, ওসমান, নুর মোহাম্মদ, কামাল উদ্দিন রনি, আবুল কাসেম, জাহাঙ্গীর আলম, এনামুল হক, সাদ্দাম হোসেন সহ অনেকে। শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা জসিম উদ্দিন।
মরহুম নুরুল আজিমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মক্কা বিএনপি ও শ্রমিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের নুরুল আজিম গত ১৬ ডিসেম্বর মক্কার ওয়াদি জলিল নামক স্থানে কর্মরত অবস্থায় একটি তিন তলা ভবন থেকে পড়ে মৃত্যু বরন করেন।