কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর সৌদিআরব সরকারের রাজকীয় মেহমান হিসেবে পবিত্র মক্কায় স্বপরিবারে পবিত্র ওমরাহ পালন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেন। আগামীকাল রোববার ২৭ জানুয়ারি পবিত্র মক্কা নগরী থেকে মহানবী হযরত মোহাম্মদ (স:) এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় মনোয়ারায় রওনা হবেন।
মদিনা মনোয়ারায় জেয়ারত শেষে আগামী ২৯ জানুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দেশে ফেরার কথা রয়েছে। বর্তমানে তিনি ওমরাহ পালন শেষে মসজিদুল হারামের পাশেই মক্কার রয়েল প্যালেসে অবস্থান করছেন।