কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সংর্বধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে মক্কা আওয়ামী ফাউন্ডেশন। মঙ্গলবার মক্কার মিসফালাহ হোটেল বচমার বলরুমে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমানের পরিচালনায় শুরুতে কোরআান তেলোয়াত করেন সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিত্র উমরাহ পালনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ মোঃ জাফর আলম, বগুড়া-৩ আসনের সাংসদ এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৭ আসনের সাংসদ রেজাউল করিম বাবলু, আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা জেদ্দা শাখার সভাপতি এম এ সালাম, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি বেলাল পাটোয়ারী, সহ-সভাপতি শফিকুর রহমান ও সহ-সভাপতি শমসের আলম।
বক্তব্য রাখেন নুরুল আলম, বেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, আবদুর রশিদ, বেনি আমিন, জাহাঙ্গীর আলম, ফোরকান, আবদুস সাত্তার, আমির হোসেন সহ আরো অনেকে।
প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত দশ বছরের অভাবনীয় উন্নয়নের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে তিনি আরো বলেন, প্রচন্ড দেশ প্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অসম্ভব কে সম্ভব করেছেন। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশ বিদেশে যার যার অবস্থান থেকে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
এসময় মক্কা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ ছাড়া ও জেদ্দা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।