কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে আরো এক বাংলাদেশি মারা গেছেন। নিহত হলেন বগুড়া জেলার আদম দিঘির বাসিন্দা এম এফ এম আফজাল হোসেন (৬৪)। তার পাসপোর্ট নম্বর-বি এক্স ০৩৬৯৬৭০)
মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে মক্কায় এখন পর্যন্ত চার বাংলাদেশি মারা গেছেন। সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৩৪ টি ফ্লাইটে মোট ৪৯,০৩৫ হাজার ৯৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৩১ জন রয়েছেন।