কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে আরো এক নারী বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। নিহত নারী হজযাত্রী হলেন রাজশাহীর সারাংপুর কাচারী পাড়ার বাসিন্দা কুলসুমা বেগম (৬৯) তার পাসপোর্ট নম্বর-বি টি (০৩৫৯৯৬৬)।
বুধবার দেশটির মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।
তিনি আরো জানান, এ নিয়ে মক্কায় ৮ জন ও মদিনায় ১ জন সহ মোট নয় বাংলাদেশি মারা গেছেন। তার মধ্যে ৭ জন পুরুষ ও মহিলা ২ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৬৫টি ফ্লাইটে মোট ৫৯ হাজার ৮২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ২২১ জন সেখানে পৌঁছান।