কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মক্কা আওয়ামী ফাউন্ডেশন। ২৩ ফেব্রুয়ারি শনিবার মক্কার আল পহেলা হোটেলের বলরুমে আয়োজিত আলোচনা সভায় সংগঠনে র সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও কাসেদুর রহমানের পরিচালনায় সাইফুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বেলাল পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিত্র উমরাহ পালনে আসা বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব গোলাম মসিহ, কাউন্সিলর হজ্ব জনাব মাকছুদুর রহমান, হাব মহাসচিব তসলিম আহমদ।
বক্তব্য রাখেন আবদুল হক, সামশের আলম, সোহেল, নুরুদ্দীন, বেলাল, নুরুল আলম, মোঃ রাসেল, জাহাঙ্গীর, শফিক, ইস্কান্দর, মহসিন রিয়াদ, নুরুল্লাহ, বেনী আমিন, ইলিয়াস, জয়নাল, আবদুল মতিন, দিদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজ, মক্কা আওয়ামী পরষদের আবদুল খালেক, মক্কা যুবলীগের সভাপতি সফিউল আলম মনির, রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলা উদ্দিন, ইন্জিনিয়ার শাহ আলম সহ আরো অনেকে।
প্রধান অতিথি আসন্ন হজে বাংলাদেশের হাজিরা যেন সুষ্ঠুভাবে পবিত্র হজ পালন করতে পারে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি আরো বলেন, হাজিরা যেন মক্কা মদিনা এসে কোন প্রতারণার শিকার হতে না হয় সে ব্যাপারে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে ফুলেল শুভেচ।ছা জানান মক্কা আওয়ামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। এ সময় মক্কা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ ছাড়া ও মদিনার আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করেন বোরহান রাব্বানী ।