মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ভেনিসে বাংলাদেশ দূতাবাসের অনারারি কন্যসাল এ্যাডভোকেট জান আলবের্তো স্কার্পা বাস্তেরি (Avv. Gianalberto Scarpa Basteri) এর সাথে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন সদ্য ঢাকা থেকে আগত ইতালি আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, বিশিষ্ট আইনজ্ঞ জনাব রেহান উদ্দিন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর সম্মানিত সদস্য জনাব শরীফুল আলম মৃধা, ভৈরব পরিষদের সাংগঠনিক সম্পাদক হোসাইন মোবারক, মুকুল রহমান এবং বাংলা টিভি ও প্রবাস মেলা’র ভেনিস ইতালি প্রতিনিধি এবং ভেনিস বাংলা প্রেস ক্লাব ভেনিস এর আহ্বায়ক মো: মেসবাহ উদ্দিন আলাল।
এসময় কমিউনিটি নেতৃবৃন্দ সম্প্রতি ইতালিতে পাশ হওয়া অভিবাসী আইন, ঢাকায় ইতালি দূতাবাসের নিয়োগকৃত এজেন্টের ভিসা সংক্রান্ত হয়রানি বিষয়ে কনস্যুলারের সাথে বিষদ আলোচনা করেন।
মান্যবর কনস্যুলার এতদসংক্রান্ত সকল বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ও এদেশে বাঙালি সমাজের ভূয়সী প্রশংসা করেন।
শেষে প্রবাস মেলা পত্রিকার সৌজন্য কপি তাঁর হাতে তুলে দেওয়া হয়।