মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ৭ অক্টোবর রবিবার সকাল ৯ টায় ভেনিস মেসত্রের ভেনিস জামে মসজিদ কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব মো: বিল্লাল হোসেন ঢালী ও সাবেক যুগ্ম সম্পাদক ছৈয়দ কামরুল সারোয়ার এর আহবানে ও সেন্ট্রাল জামে মসজিদ ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও মতবিনিময় সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় ।
ভেনিস জামে মসজিদ এর সাবেক সদস্য সরদার সালাউদ্দিন নান্নু এবং বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর সম্মানিত সদস্য জনাব শরিফুল আলম মৃধা এর যৌথ উপস্থাপনায় সভাপতিত্ব করেন মেসত্রের পুরাতন মসজিদ পরিচালনা দায়িত্বে থাকা জনাব মাওলানা কাদের সাহেব।
মঞ্চে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান হাবিব, মাওলানা আরিফুল মাহমুদ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আবদুল সালাম, হাফেজ জসিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠান বক্তব্য রাখেন বিল্লাল হোসেন ঢালী, ছৈয়দ কামরুল সারোয়ার, আবু সাঈদ মাঝি, জাহাঙ্গীর আলম, ছৈয়াল রুহুল আমিন, হোসাইন মোবারক, হান্নান হাওলাদার, হাকিম মাষ্টার, এরফান মাষ্টার, হাজী রাজাক, আবদুল বারী, নূরআলী জিল্লু, পাঠান কাসেম সিকদার, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছৈয়াল রফিকুল ইসলাম, লাল মিয়া মনির, হাজী সেকান্দর শেখ, হাজী আক্রার চাকলাদার, নূরুল হক কামাল, রঞ্জু ঢালি, নান্নু ঢালী, মাসুম ঢালী, নিয়ামুল চৌধুরী প্রমুখ।
বক্তারা আরো বলেন, মসজিদের জন্য ভবন দেখা হচ্ছে, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে ভেনিসে সেন্ট্রাল জামে মসজিদ ক্রয় করা সম্ভব হবে।