মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: অভিবক্ত ঢাকার সর্বশেষ মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করে ভেনিসে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর ২০১৯ শনিবার ইতালির ভেনিসে ঢাকা বিভাগের জাতীয়তাবাদী দলের সমর্থক ভেনিস ইতালি এর উদোগে স্থানীয় বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথমেই তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সফিক হাসান এর পরিচালনায় সভাপতিত্ব কামরুজ্জামান বাবু। বক্তব্য রাখেন আবদুল হাকিম, জাহাঙ্গীর আলম, মুক্তার হোসেন, আবদুল হালিম, মিয়া ইউনুছ আলী প্রমুখ।
বক্তারা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার স্মৃতির কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মেস্ত্রে পুরাতন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের সাহেব।
এর আগে, গত সোমবার ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কে মারা যান সাদেক হোসেন খোকা। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৭ বছর।