মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশ এবছর এ ভেনিস আন্তর্জাতিক চিত্রকলা উৎসবে অংশগ্রহণ করেছে। ১০ মে সন্ধ্যায় ভেনিসের ঐতিহাসিক জেনবিয় প্যালেসে বাংলাদেশ গ্যালারীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মিলান এর কনস্যুলার জেনারেল ইকবাল আহমেদ, কনসাল সামসুল আহসান, ভেনিসে বাংলাদেশ দূতাবাসের অনারারী কনসুলার এ্যাড. জানআলবেরতো স্কারপা বাসতেরি, কিউরেটর মোখলেছুর রহমান, কিউরেটর ভিভিয়ানা ভানুচ্চি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিত্রশিল্পী বিশ্বজিত গোস্বামী, গাজী নাফিস আহমেদ, প্রেমা নাজিয়া আন্দালিব, স্ট্রিট আর্টিস্ট হিসেবে গিনেজ ওয়ার্ল্ড বুকে স্থান করে নেয়া ডেনমার্ক প্রবাসী চিত্রশিল্পী আর এ কাজল, ইতালি প্রবাসী চিত্রশিল্পী উওম কুমার কর্মকার, হেয়দি ফসলি, ফ্রাঙ্কো মারক্কো, ডমেনিকো পাল্লেগ্রিনো ও সান্দ্র ভারায়ন্নোলো।
ভেনিস বিয়েনাল্লে আর্ট এক্সিভিশন ৫৮ তম তে পা রাখলো। এবছর সরকারিভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় এর অনুমতিক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশের চিত্রশিল্পীদের এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া জাপান সহ এ বছর ৯০ (নব্বই)টি দেশ এবার অংশ নিয়েছে যা চলবে চলতি বছরের নভেম্বর ২৪ পর্যন্ত। উক্ত চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশী শিল্পীদের আঁকা তৈলচিত্র ও জল রং এবং অন্যান্য শিল্পকর্ম।