মোঃ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ২৫ মে ভেনিসের মেস্ত্রে শহরে বিসমিল্লাহ্ রেস্টুরেন্ট স্থানীয় হলরুমে ভেনিসের প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । হাজারো কর্মব্যস্ততায় পবিত্র মাহে রমজানে এক সাথে ইফতার করার সুযোগ সচরাচর হয়ে ওঠে না প্রবাসী বাংলাদেশিদের, আর তাই ভেনিসের সমস্ত প্রবাসী মুসলমানের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ভৈরব সমিতি। সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোলাইমান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুবক্কর ও সোহেল মিয়া যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, বিএনপি ভেনিস শাখা, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস, বাংলাদেশ ওয়েলফেয়ার ভেনিস, বাংলাদেশ সমিতি ভেনিস, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি, নরসিংদী জেলা সমিতি, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহওর কুমিল্লা সমিতি, শরীয়তপুর বাসী, ভৈরব পরিষদ, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন, গাজীপুর জেলা সমিতি, ভেনিস বাংলা স্কুল, ভেনিস বাংলা প্রেসক্লাব, দোহার নবাবগঞ্জ ঐক্যফ্রন্ট, দোহার ঐক্য পরিষদ, ।
ইফতারের আগে প্রবাসে অবস্থান করেও ব্যক্তি জীবনে ইসলামের গুরুত্ব ও সকল প্রবাসীদের কল্যাণে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মেস্ত্রে পুরান মসজিদের ইমাম মাওলানা আবদুল কাদের। এছাড়াও রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল ইসলাম, মাহফুজুর রহমান, মাওলানা সালাম।
প্রবাসে থেকেও পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলে শরিক হতে পেরে উপস্থিত সবাই মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।