মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: রেহান উদ্দিন দুলাল কে প্রধান উপদেষ্টা, মিলন মোহাম্মদ কে আহ্বায়ক ও ফয়সাল আহমেদ কে সদস্য সচিব করে ভেনিসে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি পুনর্গঠিত হয়েছে। ২১ এপ্রিল রবিবার ইতালির ভেনিসের মেস্ত্রে রাশিয়ান বারের হলরুমে ভেনিস প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর এক সাধারণ সভায় এই পুনর্গঠন করা হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সাঈদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশ কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রেহান উদ্দিন দুলাল।
সভায় উপস্থিত সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীর মতামতের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ভেনিস এর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৭ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। রেহান উদ্দিন দুলালকে প্রধান উপদেষ্টা, মোহাম্মদ মিলনকে আহ্বায়ক ও ফয়সাল আহমেদকে সদস্য সচিব মনোনীত করা হয়।
উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যগণ হলেন যথাক্রমে সর্বজনাব রেহান উদ্দিন দুলাল, সাঈদ হোসেন, সিদ্দিকুর রহমান বকুল, সাদেকুল ইসলাম, আলম শাহ, সোহেল রানা ও খোরশেদ আলম সাচ্চু। ঘোষিত আহ্বায়ক কমিটি আছেন যথাক্রমে মোহাম্মদ মিলন-আহ্বায়ক জামাল উদ্দিন ভূইয়া-যুগ্ম আহ্বায়ক, সালাহ উদ্দিন-যুগ্ম আহ্বায়ক, ইলিয়াস মিয়া-যুগ্ম আহ্বায়ক, ফয়সাল আহমেদ-সদস্য সচিব, কোষাধ্যক্ষ-জিল্লাল মিয়া ও আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যগণ হলেন হাবিব মিয়া, আবদুল নুর খন্দকার, রফিকুল ইসলাম, মাহবুব চৌধুরী, হাবিব মিয়া ২, ইকবাল হোসেন, আবদুল হাই, শেখ আমানউল্লাহ ও ফখরুল আলম দুলাল।