মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ১০ ডিসেম্বর রবিবার ইতালির ভেনিসে স্থানীয় অরোরা সিনেমা হলে বৃহত্তর ঢাকা এসোসিয়েশন এর জমকালো অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, সকল শহীদদের স্মরণে নিরবতা পালন, সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি নূর আলী পাঠান জিল্লু এর সভাপতিত্বে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস এর সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মজিবুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিস মনির হোসেন, আবুল কালাম, তোফাজ্জল হোসেন, সাবেক ইতালি আওয়ামীলীগের সহ -সভাপতি ও বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, ত্রিভিজো বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক ওয়েলফেয়ার এসোসিয়েশন ভেনিসের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, সাবেক সহ- সভাপতি ভেনিস আওয়ামীলীগের সিরাজুল হক, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিসের যুগ্ম সম্পাদক আব্দুল বারী, শরীয়তপুর এসোসিয়েশন ভেনিসের সাধারণ সম্পাদক আল মামুন ঢালী, ভৈরব পরিষদ ভেনিস এর সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন।
হলভর্তি দর্শক শ্রোতা অভিষেক ও আলোচনা পর্ব শেষে লন্ডন ও ইতালির শিল্পীদের পরিবেশনায় এক জমজমাট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানদ্বয়ের পরিচালনার দ্বায়িত্বে ছিলেন যথাক্রমে বিল্লাল হাসাইন, জাওয়ার মোড়ল, রেজাউল করিম, হাসান মিয়া, বাহার খান, আকন মামুন, মাসুদ পারভেজ, মীর মোস্তাক, সুমন সরকার, রুহুল আমিন, আরিফ মোড়ল। সাংস্কৃতিক পর্বে পরিচালনায় ছিলেন সোহেলা আক্তার বিপ্লবী এবং মোক্তার হোসেন আসিফ। প্রচার সম্পাদনায ছিলেন মিরাজুল ইসলাম রিপন।