মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ভেনিস বাংলা স্কুল ইতালি। ১৬ ডিসেম্বর রবিবার স্থানীয় একটি হলরুমে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে পলাশ রহমান ও সুহেলী আক্তার বিপ্লবীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস এর সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মজিবুর রহমান সরকার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা মো রহমান বারী, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, নূর আলী পাঠান, আল মামুন ঢালী, রিপন সরকার, ইতালিয়ান ইমিগ্রেন্ট অফিসার ফ্রাঙ্ক বনেসসি, মার্তা আনসেলসি প্রমুখ। 
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সহ সভাপতি এমডি আকতার উদ্দিন, সদস্য হান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না, আশিক পলস,মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, শহিদুল ইসলাম সুজন, ফকরুল চৌধুরী, মোবারক হোসেন ও কাজী মাহফুজ রানা।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। পুরস্কারপ্রাপ্তরা হলেন, গ্রুপ এ-প্রথম লাবিবা, দ্বিতীয় নাযিফা, তৃতীয় মাহিন। গ্রুপ বি-প্রথম বুশরা, দ্বিতীয় তানবীর, তৃতীয় অনন্ত। গ্রুপ সি – প্রথম সাইফ শাহীন, দ্বিতীয় সানজিদা রহমান, তৃতীয় নাহার চৌধুরী। শেষে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।