মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ইতালি, ভেনিস শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎবার্ষিকী ও মিথ্যা মামলায় বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে। ৩০ মে বৃহস্পতিবার ভেনিসের মেস্ত্রে শহরে ইতালি বিএনপি ভেনিস শাখার সভাপতি আব্দুল আজিজ সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব শমসের আকবর পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী, সাবেক ছাত্র নেতা রফিকুজ্জামান ঠাকুর, সহ- সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন, সোহেল ঠাকুর , সিঃ যুগ্ম সম্পাদক কবির আহমেদ, হালিম আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার, দিদার ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম, বোরহান উদ্দিন , ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন, মফিজ মোল্লা, শরিফ খান, আবুল খায়ের, রফিকুল ইসলাম, শরিফুল আলম মৃধা, হাবিব সিকদার, রাকিব ভূইয়া, মিলন মোড়ল,আরিফ দিপু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। আলোচনা পর্বে ভেনিস বিএনপির নেতা কর্মীরা দেশের আজ ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এর গুরুত্ব তুলে ধরেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শকে বুকে নিয়ে দেশে এবং প্রবাসে বিএনপি’র নেতা কর্মীদের একত্রে আন্দোলনের কথাও আলোচনায় উঠে আসে। তারা বলেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজানো মামলায় জেলে আটক রেখেছেন । তারেক রহমান কে দেশের বাইরে রেখে ও বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচনের যে নীল নকশা তারা করে ক্ষমতা এসেছে তা দেশবাসী এমন নির্বাচন কখনো মেনে নিবে না।