আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি বছর এই সময় আনন্দের একটি সংবাদ থাকে বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড । স্পেন ফ্রান্সের পর এবার ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে কাজের স্বীকৃতিস্বরূপ সফলভাবে সম্মাননা প্রদান করেছে যুক্তরাজ্য, স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা কাগজ পত্রিকা। ভেনিস বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে এই প্রথম বড় কোনো অনুষ্ঠানে শতাধিক ব্রিটিশ বাংলাদেশি যোগদান করেন ।
জমকালো এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ২০ জন প্রবাসী বাংলাদেশিকে এবং একজন ইতালিয়ানকে সম্মাননা পদক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে অংশ নিতে বাংলা কাগজ পরিবারের অধিকাংশ সদস্যসহ যুক্তরাজ্য থেকে দুই শতাধিক বৃটিশ বাঙালি এবং স্পেন ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যমকর্মীসহ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেটিত যোগ দেন।
বর্ণাঢ্য ও জমকালো এই অনুষ্ঠানে ইতালির বিভিন্ন শহরে বাঙালি কমিউনিটিতে সর্বোচ্চ বিদ্যাপীঠে (Tor Vergatha University) কৃতিত্বের সাথে সাফল্য অর্জনকারী ও বিভিন্ন কীর্তিমান ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ভেনিসের স্থানীয় একটি ফোর স্টার হোটেলের বলরুম হলে বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ ও ফেরদাউস পলির উপস্থাপনায় অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, অ্যাওয়ার্ড হল যে কোন ভালো কাজের স্বীকৃতি, এই সম্মাননা ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ও নতুন প্রজন্মকে আরো ভালো কাজ করতে এবং সর্বোচ্চ লেখাপড়ায় উৎসাহিত করবে।
বক্তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও যেন এই অ্যাওয়ার্ড সুনামের সহিত যোগ্য ব্যক্তির হাতে তুলে দেয়া হয় । তারা বলেন, একটি অ্যাওয়ার্ড যখন যোগ্য ব্যক্তির হাতে যাবে তখন দেখা যাবে সমাজের ব্যক্তিরা আরো ভালো কাজ করতে উৎসাহ পাবে, এতে প্রবাসে আমাদের বাঙালি কমিউনিটি বাংলাদেশের সুনাম অর্জনের যোগ্য ব্যক্তি পাবে।
এই জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন । কমিউনিটির বিভিন্ন কাজে নিবেদিত প্রাণ আর ব্যাপক অবদানের জন্য ইতালিতে বাংলা কাগজের এই জমকালো অনুষ্ঠানে চিকিৎসা বিজ্ঞানে ড: রাসেল মিয়া কমিউনিটি উন্নয়নে মুজিবুর রহমান সরকার সাংবাদিকতায় লুৎফুর রহমান, কামরুল সরকার ব্যান্ডিং বাংলাদেশ টাটকা ব্র্যান্ড, ফ্র্যান্ডস ইন বাংলাদেশ মারিনো রিগন।
এছাড়া সফল ব্যবসায়ী ইকরাম ফরাজী, কুদ্দুস চৌধুরী, তাজুল ইসলাম, ভেনিস বাংলা স্কুল, নজরুল ইসলাম, বরকত মৃধা, বাঙ্কার সমিতি রোম, অলি উদ্দিন শামীম, অঙ্কুর, লুৎফুর রহমান খান, লায়লা শাহ, রিপন সরকার, হুসনে আরা বেগম, ডালিয়া আক্তার সুমিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বৃটেন থেকে চ্যানেল এস চেয়ারম্যান আহমদ সামাদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, আই অন টেলিভিশনের ডাইরেক্টর ও চ্যানেল আইয়ের সাবেক এমডি রেজা আহমেদ শোয়েব চৌধুরী, জনমত সম্পাদক নবাব উদ্দিন, নাহাস পাশা, আনাশ পাশা, ডাঃ আনোয়ারা আলী এমপি এবং টিভি ওয়ানের গোলাম রাসুল এ অনুষ্ঠানে যোগ দেন।
অ্যাওয়ার্ড প্রদান শেষে লন্ডন, আমেরিকা ও ভেনিসের শিল্পীরা
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। এ সময় ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, গাজী টিভির ইতালি প্রতিনিধি শাহীন খলিল কাওসার, লন্ডন টাইমস নিউজ এবং প্রবাস মেলার ইতালির প্রতিনিধি আখি সীমা কাউসার ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।