মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বৃহত্তর ঢাকা জেলার কৃতি সন্তান, হাফসা হাওলাদার মিনি মার্কেট এন্ড হাফসা ট্রাভেল এজেন্সীর চেয়ারম্যান, মেস্ত্রে পুরাতন মসজিদের সিনিয়র সহ সভাপতি এবং জনাব আব্দুল হান্নান হাওলাদার এর বড় মেয়ে হাফছার কান ফোঁড়ানো অনুষ্ঠান উপলক্ষে ইতালির ভেনিসে একটি মেজবানি ভোজের আয়োজন করা হয়।
মেস্ত্রে এর হার্ট পয়েন্ট ভিয়া কাপুচিনা ও ভিয়া ডেল করসো এর মাঝামাঝি ভিয়া পাওলো পারুতা ৪০ নং বিসমিল্লাহ রেস্টুরেন্ট এন্ড কফিতে ভোজ অনুষ্ঠানে প্রায় ২৫০ জন মেহমান উপস্থিত ছিলেন।
এতে সর্বজনাব বিশিষ্ট ব্যবসায়ী আরকোবালেনো এস আর এল এর বাবস্থাপক পরিচালক মনিরুজ্জামান বাবু, চার বন্ধু মালিকানাধীন বিসমিল্লাহ রেস্টুরেন্ট এর চেয়ারম্যান বৃহত্তর ঢাকা জেলার কৃতি সন্তান জনাব শরিফুল আলম মৃধা, নোয়াখালীর কৃতি সন্তান নুরুল হক কালাম, বৃহত্তর ঢাকা জেলার সন্তান হোসাইন সরোয়ার এবং সাইফুল ইসলাম পলাশ, ভেনিস আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক, ভৈরব পরিষদ ভেনিস, রোমান মাল, যুগ্ম সম্পাদক, ভেনিস আওয়ামী লীগ, হাজী আক্তার চাকলাদার প্রমুখ।
আব্দুল হান্নান হাওলাদার একজন যোগ্য কর্মঠ বাক্তি নিজ প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন হাফছা হাওলাদার মিনি মার্কেট যা বর্তমানে ৬ জন কর্মচারী নিয়ে প্রায় ৬ বছর ধরে আজও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। অনুষ্ঠানে আব্দুল হান্নান হাওলাদার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাস জীবনে সবাই থাকে নিজ নিজ কাজে ব্যস্ত, কারো সাথে সময় নিয়ে কথা বলা প্রায় হয়না তাই এমন পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে সকলের সাথে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করাই মূল উদ্দেশ্য।
মনিরুজ্জামান বাবু বলেন, রেস্টুরেন্টটি সত্যিকার অর্থেই বাংলাদেশি কমিউনিটির জন্য একটি পারিবারিক সেতু বন্ধন এর প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হতে চলছে, এর সুবিশাল স্থান, শিশুদের খেলার স্থান, ও খোলামেলা পরিবেশ যে কোন অনুষ্ঠান উদযাপনের আদর্শ স্থান, অনুষ্ঠানটি করার জন্য হান্নান হাওলাদারকে ধন্যবাদ জানান তিনি।
বিসমিল্লাহ্ রেস্টুরেন্ট এর মালিকগণ এমন ধরনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পারায় তাঁদের বিশ্বাস বাংলা কমিউনিটিকে এখন এর অন্য কোথাও যেতে হবেনা তাঁদের যে কোনো অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য বিসমিল্লাহ্ রেস্টুরেন্ট সদা প্রস্তুত।