রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা- কর্ণফুলী ১৩ আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নবগঠিত আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) নেতৃবৃন্দ। ৫ আগস্ট ২০২২, শুক্রবার চট্টগ্রাম নগরীর সারসন রোর্ডস্থ মন্ত্রীর নিজ বাস ভবনে এই সাক্ষাৎ সম্পন্ন হয়।
এ সময় মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আনোয়ারার উন্নয়নে আপনাদেরও সহযোগিতা দরকার। আপনারা আনোয়ারার উন্নয়নের জন্য, গণমানুষের সাংবাদিকতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি রুপন দত্ত, সহ-সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান হৃদয়, প্রচার সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শেখ আবদুল্লাহ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আরমান হোসেন প্রমুখ।