রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমুর্ষ রোগীর চিকিৎসায় সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে ।
১২সেপ্টেম্বর ২০২০, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ভিডিও কনফারেন্সে বিপুল ব্যয়ে নির্মিত এই সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করেছেন মাননীয় ভূমিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
জানা গেছে, ভূমিমন্ত্রীর নিজের ব্যক্তিগত অর্থায়নে এই লাইন স্থাপন করা এই সেন্ট্রাল অক্সিজেন লাইন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের ২০টি শয্যায় অক্সিজেন সরবরাহ করা হবে।
এসময় ভিডিও কনফারেন্সে মন্ত্রী বলেন, প্রিয় আনোয়ারাবাসীকে সুস্থ ও শান্তিতে রাখতে আমি স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো আধুনিকে রূপান্তর করবো। তাছাড়া দেশের মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করায় সরকার বদ্ধপরিকর।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান চৌধুরী, সহ-সভাপতি এস.এম আলমগীর চৌধুরী, ও যুগ্ন-সাধারণ সম্পাদক নওয়াব আলী।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন এই গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী চিকিৎসা উপকরণ সংযোজনে মাননীয় ভূমিমন্ত্রীসহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন।