প্রেস বিজ্ঞপ্তি: ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার বিকাল ৩টায়জা তীয় প্রেসক্লাবের ২য় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে স্বরূপ হাসান শাহীন এর লেখা ‘ভূমিপুত্র সিরাজুল আলম খান’ বইয়ের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনায় অংশ নেবেন দেশের বরণ্য ব্যক্তিত্বগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মিয়া মালেক রেদুওয়ান সিদ্দিকী। অনুষ্ঠান আয়োজন করেছে মুক্ত রাজনৈতিক আন্দোলন।
উল্লেখ্য, ৯ জুন ২০২৩, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সিরাজুল আলম খান।
সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে ষাটের দশকের প্রথমার্ধে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা ‘স্বাধীনতার নিউক্লিয়াস’ গঠিত হয়। সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ছাত্রলীগ ভেঙে দুই ভাগ হয়। এসময় সিরাজুল আলম খানের উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠা হয়। তিনি কখনো জাসদের নেতৃত্বে না এলেও জাসদ নেতাদের পরামর্শক হিসেবে তাদের কাছে ‘তাত্ত্বিক গুরু’ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক কারণে ১৯৬৩, ১৯৭৬ ও ১৯৯২ সালে তিনি কারারুদ্ধ হন।
জনসম্মুখে না এসে আড়াল থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল ইসলাম খান ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান।