শেখ এহছানুল হক খোকন
কুয়েত সিটি, কুয়েত
প্রবাসীদের কথা শুধু আশার ফ্রেমে বাধা
প্রবাস মনে দুঃখ সুখের গল্প সবার জানা
যখন যারা দায়িত্ব পান আশার বাণী বেশ
প্রবাসীরা কাঁদে শুধু দেখে বাংলাদেশ।
আমার দেশের আমি যেমন প্রজাতন্ত্রের কাছে
তবে কেনো জিকির ফিকির চাপা পড়ে থাকে
মাথার ঘামে পা ভিজে যায় চোখে অশ্রু ঝরে
কষ্ট দুঃখের ভাগী সে যে আপন তার ভূবনে।
অভিবাসী অনেক দামী সেটা সবার জানা
তবে কেনো হিসেব দিবে, দিতে হবে জরিমানা
বিশ বছরের স্বপ্ন টুকু নিচ্ছে কেড়ে-কুড়ে
আসল কথা বলতে গেলে ধুঁকে ধুঁকে মরে।
লাখ টাকার শ্রমিক ভিসা আট লাখ টাকা করে
সোনার দেশে সোনার মানুষ এখন কে বা গড়ে
দেশের জন্য এতো করেও ভালোবাসায় ছাই
কাদের জন্যে হচ্ছেগো সব হিসেব টুকু চাই
প্রবাসীরাই সোনার ছেলে ভুলো নাকো ভাই।