প্রবাস মেলা ডেস্ক: বেশ কয়েকমাস যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন অভিনেতা শাকিব খান। দেশ থেকে এত দূরে থেকেও বরাবরই খবরের শিরোনামে থাকেন ঢালিউডের এই কিং খান। প্রথমে যুক্তরাষ্ট্রে যাওয়া, পরে সেখান থেকেই ‘রাজকুমার’ নামক সিনেমার ঘোষণা দিয়ে খবরের শিরোনামে আসেন শাকিব খান। আর এখন বাংলাদেশের এক গণমাধ্যমকে নতুন করে দেয়া এক সাক্ষাৎকারে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেতা।
সাক্ষাৎকারে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতিকে ‘ভুয়া সংগঠন’ বলে উল্লেখ করেছে বলে বলা হয়। আর এমন খবর সামনে আসার পর থেকেই কিং খানের এমন বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। চটেছেন শিল্পী সমিতির সদস্যরাও।
শাকিবের এমন বক্তব্য সঠিক হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা সামনে এসেছে। শাকিব খান সত্যিই শিল্পী সমিতিকে ভুয়া বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য অমিত হাসান।
অমিত হাসান আরও বলেন, কিন্তু ও যদি সত্যি বলে থাকে তখন অনেক কথা বলার থাকবে। তখন তাকে সমিতিতে ডাকা হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সমিতিকে ছোট করে কথা বললে সমিতি তাকে ডাকবে। সমিতিকে ছোট করার রাইট কোনো শিল্পীর নেই।’
এদিকে শাকিব খান নিজেও পরপর দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গেও একবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাসান।