প্রবাস মেলা ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) ছাত্র বিক্ষোভ শুরু হওয়ায় এবং অনেক হতাহতের ঘটনায় এখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়ে একটি নির্দেশনা জারি করেছে ঢাকায় ভারতীয় দূতাবাস। সেইসঙ্গে ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্র (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার/আইভ্যাক) বন্ধ করে দেয়া হয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের এই সেন্টারটি রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
ওয়েবসাইটে দেয়া পোস্টে হাইকমিশন জানিয়েছে, ‘ভারতীয় হাইকমিশন, বাংলাদেশে বসবাসকারী শিক্ষার্থীসহ সবাইকে এই কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে একটি হেল্পলাইন নম্বরও শেয়ার করা হয়েছে।
এদিকে, সিলেটে ভারত সরকারের একটি প্রতিনিধি অফিস এবং এটি তার কনস্যুলার এখতিয়ারে (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা) ভিসা দেয়াসহ ভারতীয় নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে। এএইচসিআই ভারতীয় হাইকমিশন, ঢাকার সাধারণ তত্ত্বাবধানে কাজ করে।
প্রসঙ্গত, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে ডাকা অসহযোগ আন্দোলন এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে অগ্নিগর্ভ দেশ। রোববার বিভিন্ন স্থানে হামলা-আগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে।