মার্ক রায়: পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিয়েনায় নারায়ণগঞ্জ অস্ট্রিয়া এসোসিয়েশন এক ইফতার মাহফিলের আয়োজন করে। রাজধানী ভিয়েনার মসজিদুল মামুর জামে মসজিদে ১২ মে রবিবার এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ অস্ট্রিয়া এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান বকুল, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক , আয়েবা এর সহ-সভাপতি-আহমেদ ফিরোজ, সহ-সভাপতি মাহবুব খান, সহ-সাধারণ সম্পাদক মোমেন, বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, মসজিদুল মামুরের প্রতিষ্ঠাতা মহসীন মোল্লাসহ ভিয়েনাস্থ প্রবাসী বাংলাদেশিরা।
মাহফিলের শুরুতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদুল মমুরের ইমাম মমিনুল হক। পরে ভিয়েনাস্থ বাংলা কমিউনিটির অভিভাবক মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।
নারায়ণগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান বকুল বলেন, আমরা প্রতি বছর এই ইফতারের আয়োজন করে থাকি এবং প্রতি বছর বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা এতে শরিক হন। নারায়ণগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং আয়েবার সহ-সভাপতি আহমেদ ফিরোজ বলেন, গত বছর ফরহাদ ভাই আমাদের এই ইফতার মাহফিলে শরিক হয়েছিলেন।কিন্তু এ বছর ভাইকে পেলাম না। এ জন্য আমরা খুব ব্যথিত।
তিনি আরও বলেন, ভিয়েনাস্থ নারায়ণগঞ্জবাসীদের মধ্যে একতা দৃঢ় করতে এই ইফতারের আয়োজন। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।