প্রবাস মেলা ডেস্ক: বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ প্রবাসীদের নানান হয়রানির বিষয়কে চমৎকার উপস্থাপনায় ‘সওয়াল জওয়াব’ নাটকটি তৈরি করা হয়েছে।
আলমগীর রতনের রচনা ও পরিচালনায় ইউটিউব ভিত্তিক মঞ্চ ধর্মী নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরুজ্জামান চৌধুরী, শান্ত মোর্শেদ, পলক রহমান, দেশ রেজা, অনামিকা দেওয়ান অহনা, সাবরিনা আক্তার, রাশ খান, মাহমুদ হাসান, ফয়সাল রহমান প্রমুখ।
সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অবিকল বাংলাদেশের প্রযোজনা ও পরিবেশনায় ১৬ অক্টোবর নাটকটি রিলিজ হয়।
নাটকটি দেখতে লিঙ্কটি ওপেন করুন: https://www.youtube.com/watch?v=nQjfzYpi-tU&feature=youtu.be&fbclid=IwAR3heITG9oW2Jr0xbNQ7ksXP3ENduoMOJNRMi-YbSsZhldR_QJa0L4a0v-A