জয়শ্রী রায়, দিল্লি, ভারত:
পিঁপড়েরা কানাকানি করে,
সকাল হয়েছে এবার ওঠো।
জানাশোনা রোদ্দুর বলে,
বিস্মরণের ঘাটে এসে নামো
নিয়ত জাগরণ কেন তোমার শিরায়
মেনে নাও মন্দকথা, মন্দনাম
মেনে নাও তছনছ করা মধ্য রাত
স্নায়ুবেগে চলে যাও আশ্বিনের ঝড়ে-
কেন?
জ্বেলেছ আগুন, তবে কি ভিতপূজা হবে
বুকের মধ্যে নিও নিমগ্ন পাহারা
নাভিকুন্ডল তবেই শান্ত হবে
ভোরের আকাশে শেষ চাঁদখানি
জ্যোৎস্নায় দেবে মুক্ত ধারা।
চন্দনলেপা ভিটেমাটি টাকে আঁকড়েই
কেন পড়ে থাকা।
অঙ্গবিহীন আলিঙ্গনের মাপজোক করে
অনন্তকালের মতো পথ চলা।