প্রবাস মেলা ডেস্ক: নতুন শর্তে আবারও ভিজিট ভিসা চালু করতে যাচ্ছে কুয়েত। সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। ঘোষণা অনুযায়ী, বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকে এই ভিসার জন্য আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভিজিট ভিসায় কুয়েত ভ্রমণে আগ্রহীদেরকে তাদের আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে বুক করতে হবে।
ভিসার জন্য আবেদন করার শর্তগুলো হলো:
ফ্যামিলি ভিজিট ভিসা
কমপক্ষে ৪০০ কুয়েতি দিনার উপার্জন করেন এমন প্রবাসীরা তাদের বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের জন্য এই ভিসার আবেদন করতে পারবেন। অন্য আত্মীয়দের ক্ষেত্রে এই উপার্জন হতে হবে কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার।
ভিজিট ভিসাকে রেসিডেন্সি ভিসায় স্থানান্তরের অনুরোধ না করার ব্যাপারে লিখিত অঙ্গীকার করতে হবে। সফরের সময়কাল প্রতিশ্রুতিবদ্ধ করারও অঙ্গীকার করতে হবে। এছাড়া পরিদর্শনের সময় প্রয়োজন হলে ভ্রমণকারী শুধুমাত্র বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।
তবে সময়কাল লঙ্ঘন করলে পর্যটক এবং পৃষ্ঠপোষক আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।
বাণিজ্যিক ভিজিট ভিসা
কুয়েতি কোম্পানি এবং প্রতিষ্ঠানের অনুরোধ অনুযায়ী সঠিক একাডেমিক বা শৈল্পিক যোগ্যতা আছে এবং কোম্পানির কার্যকলাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন ব্যক্তিরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
পর্যটন ভিসা
www.moi.gov.kw ওয়েবসাইটের মাধ্যমে ভিসা অন-অ্যারাইভাল বা ই-ভিসার জন্য যোগ্য ৫৩টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।