রিতা মিত্র, কোলকাতা, ভারত:
যে ভাষা বইছে রক্তের স্রোতে
যে ভাষা মিশে আছে ভাত ঘুমের স্বপ্নে
যে ভাষার শেকড় চারিয়ে গেছে হৃদয়ের গভীরে
যে ভাষায় প্রথম বুলি ফুটেছিল শিশু মুখে
যে ভাষায় চাঁদ মামার গল্প শুনেছি ঠাম্মি-দিদার কোলে বসে
যে ভাষা নিয়েছে বলিদান
যে ভাষায় মিশে আছে কান্নার স্বর
আমি তারই কথা বলি
আমি বাংলার কথা বলি
আমি বাংলায় কথা বলি।