প্রবাস মেলা ডেস্ক: অভিনয়ে এখন নিয়মিত নন ঢাকাই ছবির নায়িকা মৃদুলা আহমেদ রেসি। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে, জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ ছবিতে। এর মধ্যে ২০১৯ সালের শেষদিকে লেডি অ্যাকশন ঘরনার ছবি ‘ইয়েস ম্যাডাম’-এ কাজ শুরু করেন রেসি। ‘ইয়েস ম্যাডাম’র শুটিং শেষ হয়েছে গত বছর। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ইতিমধ্যেই এর ডাবিংয়ের অংশ নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রেসি বলেন, এই ছবির কাজ প্রায় শেষ দিকে। চলতি বছরই ‘ইয়েস ম্যাডাম’ মুক্তি দেওয়া হবে। এর মধ্যে আরও কিছু ছবি করার প্রস্তাব পেয়েছি। কিছুদিন সময় নিয়েছি, এরপর সিদ্ধান্ত নেব।
সময় নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মাঝে কয়েকদিন অসুস্থ ছিলাম। শারীরিকভাবে ফিট হয়ে কাজ আবারও নিয়মিত কাজ শুরু করবো।কাজে নিয়মিত হওয়ার প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, কাজ করলে ভালোভাবেই করবো। টাকার জন্য নয়, ভালো কিছু কাজ করতে চাই। তাই এবার একটু সময় নেব। আশা করি, খুব শিগগিই দর্শক নতুন এক রেসিকে দেখতে পারবেন।