কাজী কনক সিদ্দিকা:
ভালোবেসো তোমার মত করে
ভালোবেসো না আমি বলে দিলে,
পুস্পিত ফুল যেমন করে ফোঁটে
সূর্যটা যেমন করে উঠে
ঠিক তেমন করে ভালবেসো
সব অনিয়মকে ঠেলে।
ভালোবেসো তোমার মত করে
ভালোবেসো না আমি বলে দিলে,
পুস্পিত ফুল যেমন করে ফোঁটে
সূর্যটা যেমন করে উঠে
ঠিক তেমন করে ভালবেসো
সব অনিয়মকে ঠেলে।
ভালবেসো তোমার মত করে
যার স্পর্শ স্পর্শিত করবে হৃদয়
জেগে উঠবে ঢেউ,
আমি ছাড়া বুঝবে না কেউ।
ভালবেসো উজার করে মন
মাতালের মানিব্যাগ উজার করার মতন,
হৃদয়ের আশেপাশে ঘুড়ে যেনো প্রজাপতির মতন,
ভালবেসো তোমার মত করে
কখনো সাইবেরিয়ার পাখিদের মত
যেয়ো না উড়ে।
ভালোবেসো আকাশের তারকাদের মত,
আড়াল করে দেয় যেনো আকাশের কালোর মত
হৃদয়ের ক্ষত,
ভালোবেসো উত্তরীয় পেতে আমার ভালবাসা
যা মনের গভীরে গভীর ভাবে আশা ।
ভালবেসো বীজের মত, অঙ্কুরিত হয়ে হবে গাছ
ফুলে ফলে ভরে যাবে বসুন্ধরা,
তুমি অপূর্ণ রবে আমাকে ছাড়া
ভালোবেসো তোমার মত করে
ভালবাসা স্বর্গীয় বিশ্বাসঘাতকতা ছাড়া।
ভালবেসো মনের অনুরণনে দক্ষিণ সমীরনে
ফুটে রব রজনী গন্ধার মত,
ভালবাসবে যত সুগন্ধ ছড়াবে তত
নিশী রবে না চোখে,
চাতক চাতকীও লজ্জা পাবে এমন ভালবাসা দেখে।
ভালবেসো তোমার মত করে
আমার ভাঙ্গাতে ভুল,
বোঝার ভুলগুলো হয়ে যায় যেনো
বেহেস্তের মারিয়াম ফুল।