অসীম মুরশেদ, কোলকাতা, ভারত:
আশিক,
অনেকবার ভেবেছি,
সরাসরি বলবো তোকে।
আবার গুটিয়ে নিয়েছি নিজেকে।
আসলে সত্যি কথাটা…
হজম করা যেমন কঠিন,
তেমনি বলাটাও।
তাই লেখা….
ইদানিং বেশ বুঝতে পারছি,
আমাদের প্রেম ঘন হচ্ছে দিনদিন।
আদরে সোহাগে বিধ্বংসী ভালোবাসায়
প্রহর কাটছে রোমাঞ্চে।
কিন্তু আমরা একে অপরের
অভ্যেস হয়ে ওঠার আগে,
চল, কয়েকটা বিষয় আলোয় আনি।
ভালোবাসাটা যখন দুজনের
তাকে বাঁচিয়ে রাখার দায়ও দুজনের হোক।
আচ্ছা আশিক,
তুই ঠিক কেমন পুরুষ ?
খুব লিবারাল ?
নাকি মুখোশ পরা
পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি?
গতকাল সন্ধ্যের পর থেকে
তোর ফোন নট রিচেব্যল ছিল।
মাঝরাতে ওয়াটস্ অ্যাপে জানালি,
অফিস কলিগদের সাথে নাকি,
নাইট শো আলাদিন দেখতে গিয়েছিলি।
কুল….হোপ ইউ এনজয়েড।
আজ আমরাও যাব,
নাইট শো। চাপ নেই তো?
শোন না… ফিল্ম দেখে চায়না টাউনে পার্টি।
আচ্ছা আশিক, কোন মালে বেশি নেশা রে?
সিঙ্গল মল্ট নাকি বাকাডিয়া?
তোর ফ্যাভারিট কোনটা?
আজ আমি ট্রাই করবো।
রাগ করিস না কিন্তু প্লিজ।
আমারও তো ইচ্ছে করে বল!
কাল লেট নাইট পার্টির
যে পিকগুলো পাঠিয়েছিস?
দারুন… তোকে একদম মাচো লাগছিল।
কিন্তু বাবু, তোকে যে বলেছিলাম,
ঐ ব্লু টি শার্টটা আমার সঙ্গে গেলে পরবি।
ওটা পরলে তোর বুকের লোমগুলো…
একটা কথাও রাখিস না।
নো ইস্যু।
আজ আমি কোনটা পরবো বল তো?
গতবার বিবা থেকে যে গাউনটা দিয়েছিলি,
আমার হট ফেভারিট…
একটু আধটু ক্লিভেজ দেখা যেতে পারে কিন্তু।
কাল দেখা হলে,
ওটা নিয়ে কোন ইস্যু করিস না আবার।
ঠিক করেছি,
আমি তোকেই অনুসরন করবো।
আফটার অল,
উয়ি আর মেড ফর ইচ আদার।
আচ্ছা ডিয়ার, তুই কি বায়াসড্?
যদি না হোস তাহলে সেদিন ফেসবুকে
আমার ছবিতে লাভ সাইন দেখে,
ওভাবে রি অ্যাক্ট করলি কেন?
তোর পোস্টও তো লাভের ছড়াছড়ি।
তোর বেলা মানেটা বদলে যায় কি করে?
আর হ্যাঁ, দোলের কথাটা মনে আছে?
তোর কলেজ মেট সেবন্তী!!
আমার সামনেই তোর বুকে পিঠে
আবির মাখিয়ে গেল।
আর তুই কি বললি?
ও বন্ধু, তাই লাগিয়েছে।
তাই তো? বন্ধুরা লাগাতেই পারে।
প্রসঙ্গটা তুললাম কারন…
এবার দোলে আমার বন্ধু অসীম আসছে।
কোন সিন ক্রিয়েট করিস না কিন্তু।
শোন না, সেদিন লিভ ইনের কথা বললি না,
আমার কোন আপত্তি নেই।
জাস্ট দুটো শর্ত আছে।
সেভেনটি টু খাবো না।
আর যদি কনসিভ করি,
নাম বদলে আমি একা
এবোর্ট করতে যাবো না।
ভ্রূণ হত্যার দায় তোকেও নিতে হবে বস।
নইলে আগন্তককে স্বীকৃতি দেব।
কি? পারবি না?
অবাক হচ্ছিস?
ভাবছিস, আমার মাথাটা গোল্লায় গেল!
না রে আশিক!!
দুনিয়া টা এখন আজব।
চুপ থাকলে লোকে কমজোর ভাবে,
আর এড়িয়ে গেলে বোকা।
তাই ভাবছিলাম…
সব কিছুই যখন,
টার্মড্ অ্যানড কন্ডিশনড্।
ভালোবাসাটাই বা বাকি থাকবে কেন?
নিঃশর্ত ভালোবাসা এখন মরীচিকা।
পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ বিন বাজাবে,
আর নারী বলে,
আমরা নেচেই যাব?
অগ্নিপরীক্ষা দিয়েই যাবো?
তুই কি এমন পুরুষ, আশিক?
চল, আমাদেরও ভালোবাসা হোক,
টার্মড্ অ্যান্ড কন্ডিশনড্।
রাজি?
বি:দ্র: এই লেখা পড়ার পর আশিক আমায় আর কল ব্যাক করে নি। টেকস্ট ও না। আমিও করিনি। আজ আমাদের বিচ্ছেদের বয়স ছয়।