ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের উদ্যোগে ২৫ মে মধ্যপ্রাচ্য বিএনপির ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ সময় অনলাইনে বক্তব্য রাখেন সৌদিআরব পূর্বাঞ্চল সভাপতি রফিকুল ইসলাম, কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজি মঞ্জুরুল ইসলাম, বাহরাইন বিএনপির সভাপতি সাবের আহমদ, কাতার বিএনপির সভাপতি আবু সাইদ ও সাধারন সম্পাদক শরিফুল হক সাজু, কুয়েত বিএনপির আহবায়ক নুরুল ইসলাম মাস্টার, লেবানন বিএনপির উপদেষ্টা মফিজুল ইসলাম বাবু ও সাবেক সহসাধারণ সম্পাদক ওয়াসীম আকরাম, সৌদিআরব বিএনপির সাধারণ মনিরুজ্জামান তপন, কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সহসভাপতি নুরুল আলম, ওমান বিএনপির সাংগঠনিক সম্পাদক ঈসা চৌধুরী সহ বিভিন্ন দেশের বিএনপি নেতৃবৃন্দ অংশ গ্রহন করেছেন।
আল্লাহর দরবারে দু’হাত তুলে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে পুরো বিশ্ববাসীকে রক্ষায় বিশেষ দোয়া পরিচালনা করেন মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমদ আলী মুকিব। মোনাজাতে বলেন ‘পুরো বিশ্ব আজ অবরুদ্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। হে আল্লাহ এই মহামারি করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করুন, পুরো বিশ্ববাসীকে রক্ষা করুন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের সবাইকে শাহদাতারের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করুন।’এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয় ।