প্রবাস মেলা ডেস্ক: চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠেয় জি টুয়েন্টি সামিটে যোগ দিতে ভারত সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে সামিটের সাইডলাইনে তার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর এনডিটিভির।
১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বাইডেন ৭ সেপ্টেম্বর ভারতে যাবেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে। পরদিন নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
জি টুয়েন্টি সামিটে অংশীদাররা পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক নানা ধরনের প্রভাব প্রশমনের পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন জি টুয়েন্টি জোটের নেতারা। এর পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ দারিদ্র্যের বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াইয়ের জন্য বিশ্বব্যাংকসহ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনার কথা রয়েছে তাদের।